সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহঃ
প্রাথমিক শিক্ষার গুরুত্ত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকশিক্ষা চালু করা হয়েছে । বাস্তব চাহিদার আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ০১টি করে মোট ১০৪টি দপ্তরী কাম নৈশ প্রহরী পদ সৃজন করা হয়েছে । বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনূকুল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২৬টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে । বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণর লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে । তাছাড়া, ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে দরিদ্র পরিবারে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় ২২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( পৌ্রসভার বিদ্যালয়সহ) ২৪,৭১৩ জন শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। ২২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়ছে । ২২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিল চালু করার লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে । বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে ২২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে school Level Improvement Plan (SLIP) বাস্তবায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে সর্বনিম্ন ৫০,০০০ টাকা প্রতি বছর বরাদ্দ দেওয়া হচ্ছে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে । ২০১১ সাল থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। একই সাথে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস